

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নিষিদ্ধ এলাকায় গড়ে ওঠা অবৈধ ইটভাটার বিরুদ্ধে কুমিল্লার দেবিদ্বারে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পরিচালিত এ অভিযানে দুইটি ইটভাটাকে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভাটার কিলন ভেঙে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিনের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে কালিকাপুর গ্রামের মেসার্স এম এম ব্রিকসকে ৫ লাখ টাকা এবং জাফরগঞ্জ ইউনিয়নের ঢালকরপাড়া গ্রামের মেসার্স সনি ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভাটাগুলোতে মজুত থাকা কাঁচা ইট ধ্বংস করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এসব ইটভাটা অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল এবং পরিবেশগত বিধিনিষেধ লঙ্ঘন করছিল। ফলে পরিবেশ সুরক্ষার স্বার্থে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযানকালে জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদ, উচ্চমান সহকারী মো. তাজুল ইসলাম ও নমুনা সংগ্রহকারী মো. মোবারক হোসেন উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনী ও দেবীদ্বার থানা পুলিশ।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ রক্ষা ও আইন বাস্তবায়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
