

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিথিকা বিনতে হোসাইন। তিনি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর সহধর্মিণী।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিথিকা বিনতে হোসাইনের পক্ষে তাঁর অনুসারী ও দলীয় নেতাকর্মীরা এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহের সময় বিথিকা বিনতে হোসাইনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন,
লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আবু সায়েম মোহাম্মদ শাহীন।
কমলনগর উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান ও সদস্য সচিব মোঃ রেদোয়ান হোসেন।
চর মার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান রকি সওদাগর।
এছাড়া রামগতি ও কমলনগর উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে নেতাকর্মীরা জানান, শফিউল বারী বাবুর আদর্শকে ধারণ করে এই অঞ্চলের মানুষের সেবা করতে চান বিথিকা বিনতে হোসাইন। তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। তারা আশা প্রকাশ করেন, দলীয় মনোনয়ন পেলে এই আসনে ধানের শীষের জয় নিশ্চিত হবে।
বিথিকা বিনতে হোসাইনের স্বামী শফিউল বারী বাবু বিএনপির রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তাঁর অকাল প্রয়াণের পর থেকেই রামগতি ও কমলনগরের রাজনৈতিক অঙ্গনে বিথিকা বিনতে হোসাইনের বলিষ্ঠ উপস্থিতি এবং মানবিক কর্মকাণ্ড তাকে সাধারণ মানুষের আস্থার জায়গায় নিয়ে এসেছে।
মন্তব্য করুন
