শুক্রবার
১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
আইএসইউর অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ

পোশাক শিল্পে গ্লোবাল ক্যারিয়ারের পথ খুলছে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ পিএম
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) চালু করেছে ব্যাচেলর অব অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রোগ্রাম।
expand
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) চালু করেছে ব্যাচেলর অব অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রোগ্রাম।

বিশ্বের পোশাক শিল্প বর্তমানে প্রায় ১.৫ ট্রিলিয়ন ডলারের একটি বিশাল বৈশ্বিক বাজার। এই শিল্পে টিকে থাকতে এখন আর শুধু সৃজনশীলতা যথেষ্ট নয়; প্রয়োজন আধুনিক ব্যবসায়িক দক্ষতা, কারিগরি জ্ঞান এবং বৈশ্বিক সাপ্লাই চেইন সম্পর্কে বাস্তব ধারণা। সময়ের এই চাহিদাকে সামনে রেখে রাজধানীর মহাখালীতে অবস্থিত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) চালু করেছে ব্যাচেলর অব অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রোগ্রাম।

এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের পোশাক শিল্পের পূর্ণাঙ্গ ব্যবসায়িক ও প্রযুক্তিগত জ্ঞান প্রদান করা। পাঠ্যক্রমে রয়েছে কস্টিং, প্রোডাকশন প্ল্যানিং, কোয়ালিটি কন্ট্রোল এবং গ্লোবাল সাপ্লাই চেইন লজিস্টিকসের মতো গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি ফ্যাব্রিক সায়েন্স, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এবং ডেটা-চালিত ট্রেন্ড ফোরকাস্টিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুত করা হয় বর্তমানের ‘আল্ট্রা-ফাস্ট ফ্যাশন’ বাজারের জন্য।

আইএসইউর অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারপারসন জগলুল হক মৃধা জানান, এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন সংস্কৃতি ও আন্তর্জাতিক নৈতিক মানদণ্ড অনুসরণ করে জটিল প্রোডাকশন টাইমলাইন পরিচালনার দক্ষতা অর্জন করবে। ফলে দেশীয় শিল্পের পাশাপাশি বৈশ্বিক পোশাক বাজারেও তাদের কাজের সুযোগ তৈরি হবে।

বিশ্বের অনেক নামকরা বিশ্ববিদ্যালয়ে একই ধরনের ডিগ্রি ভিন্ন নামে পড়ানো হয়। যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটি, অবার্ন ইউনিভার্সিটি এবং ফ্যাশন ইনস্টিটিউট অব টেকনোলজি (FIT)-এর মতো প্রতিষ্ঠানে এই ক্ষেত্রটি দীর্ঘদিন ধরে জনপ্রিয়। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে আইএসইউ এই আধুনিক ও সময়োপযোগী প্রোগ্রামটি চালু করেছে।

এই প্রোগ্রামে ভর্তি হতে পারবে বিজ্ঞান, মানবিক কিংবা ব্যবসায় শিক্ষা—যেকোনো বিভাগ থেকে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা। পড়াশোনা শেষে গ্র্যাজুয়েটরা মার্চেন্ডাইজার, প্রোডাকশন ম্যানেজার, সাপ্লাই চেইন ম্যানেজার, কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার, কমপ্লায়েন্স ম্যানেজার এবং রিটেইল প্ল্যানারের মতো গুরুত্বপূর্ণ পদে কাজ করার সুযোগ পাবেন। প্রোগ্রামটির মোট ক্রেডিট ১৪০। বিশেষ সুবিধা হিসেবে শিক্ষার্থীরা স্ট্যান্ডার্ড গ্রুপের ৩০টিরও বেশি সহযোগী প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাবে। পাশাপাশি রয়েছে আকর্ষণীয় টিউশন ফি ওয়েভার।

আইএসইউ জনসংযোগ বিভাগ জানায়, স্প্রিং ২০২৬ সেমিস্টারের জন্য বিশেষ অফার হিসেবে টিউশন ফির ওপর ফ্ল্যাট ৫০ শতাংশ ওয়েভার দেওয়া হচ্ছে। এই স্কলারশিপের আওতায় পুরো প্রোগ্রামের মোট খরচ দাঁড়াবে মাত্র ২ লাখ ৬০ হাজার ৫০০ টাকা। মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের পোশাক শিক্ষা সহজলভ্য করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X