শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে মর্গে মৃত তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১১:১৪ এএম
আবু সাঈদ
expand
আবু সাঈদ

ময়মনসিংহে মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ২০ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ১৯ বছরের আবু সাঈদকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনা ঘটেছে ২০ অক্টোবর দুপুরে। আবু সাঈদ হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে এবং হালুয়াঘাট থানায় লাশবাহক হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার সূত্রপাত হয়েছিল ১৯ অক্টোবর, যখন ওই তরুণী হালুয়াঘাট উপজেলার ঘোষবেড় এলাকায় আত্মহত্যা করেন। পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। সেখানে মৃতের স্বজনরা অনুপস্থিত থাকায় লাশবাহক আবু সাঈদ ধর্ষণ করেন বলে অভিযোগ।

ময়নাতদন্তে যৌনাঙ্গে তাজা বীর্য পাওয়া গেছে, যা ধর্ষণের প্রমাণ হিসেবে গণ্য করা হয়েছে।

হালুয়াঘাট থানার উপপরিদর্শক মো. জামাল মিয়া সূত্রের মাধ্যমে সত্যতা নিশ্চিত করে সোমবার আবু সাঈদকে আটক করেন। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ধর্ষণের অভিযোগ স্বীকার করেছেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শিবিরুল ইসলাম জানান, হালুয়াঘাট থানার এসআই নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের মামলা দায়ের করেছেন। আদালতে আসামি অভিযোগ স্বীকার করে জবাবনবন্দি দিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন