রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আজ ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৮:২০ এএম
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে
expand
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে

তিন দিনের সফরে আজ শনিবার (২২ নভেম্বর) ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

এ সফরে তিনটি সমঝোাতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় পৌঁছার পর তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সফরের লক্ষ্য হলো যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা।

জানা গেছে, দুপুরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পরে শেরিং তোবগে ও প্রধান উপদেষ্টার মধ্যে একান্ত বৈঠক হবে। পরে দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক হবে।

সফরকালে ভুটানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফর শেষে আগামী সোমবার সকালে তিনি থিম্পুর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন