

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের অন্যান্য অঞ্চলের মতো ঢাকাতেও অনুভূত হচ্ছে শীতের আগমন। শনিবার (১৫ নভেম্বর) ভোর ৬টায় রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১৮ ডিগ্রি সেলসিয়াসে। ফলে শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা ঠান্ডা ও কুয়াশার আবহ তৈরি হয়।
ঢাকা ও আশপাশের এলাকার জন্য আবহাওয়া অফিসের আজকের পূর্বাভাসে জানানো হয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় আকাশ কখনো আংশিক মেঘলা থাকতে পারে। তবে সারাদিন সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্কই থাকবে বলে ধারণা করা হচ্ছে। উত্তর ও উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সকাল ৬টার পর্যবেক্ষণে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। এর আগের দিনে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৪ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাতের রেকর্ড পাওয়া যায়নি।
অন্যদিকে, গত রাতের সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, সাময়িকভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে আবহাওয়া সর্বত্রই শুষ্ক থাকার প্রবণতা রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের কোনো স্থানে বৃষ্টি হয়নি। ওই সময় সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
মন্তব্য করুন
