বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মেসির জাদুতে উড়ে গেল ন্যাশভিল, প্লে-অফে মায়ামি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ এএম
আবারও হ্যাটট্রিকের দেখা পেলেন লিওনেল মেসি
expand
আবারও হ্যাটট্রিকের দেখা পেলেন লিওনেল মেসি

দীর্ঘ এক বছর পর আবারও হ্যাটট্রিকের দেখা পেলেন লিওনেল মেসি। তার নেতৃত্বে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ন্যাশভিল এসসিকে ৫-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি।

এর ফলে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থান নিশ্চিত করে প্লে-অফে জায়গা করে নিয়েছে ফ্লোরিডার এই ক্লাব।

রবিবার (১৯ অক্টোবর) ভোরে প্রতিপক্ষের মাঠ জিওডিস পার্কে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় মেসির দল।

পুরো ম্যাচে মায়ামির বল দখল ছিল প্রায় ৬০ শতাংশ। তারা ১৭টি শট নেয়, যার মধ্যে ৯টি ছিল অনটার্গেট। অন্যদিকে ন্যাশভিল ১৫টি শট নিলেও মাত্র ৭টি লক্ষ্যে রাখতে পারে।

গত বছরও একই দিনে (১৯ অক্টোবর) হ্যাটট্রিক করেছিলেন মেসি তাই এই ম্যাচ যেন এক ধরনের কাকতালীয় পুনরাবৃত্তি। এই হ্যাটট্রিক তার পেশাদার ক্যারিয়ারের ৬০তম, যা তাকে চলতি এমএলএস মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হওয়ার আরও কাছে নিয়ে গেছে।

বর্তমানে তার গোল সংখ্যা ২৯, যেখানে দ্বিতীয় স্থানে থাকা ন্যাশভিলের স্যাম সারিজ ও লস অ্যাঞ্জেলসের ডেনিস বুয়াঙ্গার গোল ২৪টি করে।

ম্যাচের ৩৪তম মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। তবে বিরতির আগেই খেলার মোড় ঘুরিয়ে দেয় ন্যাশভিল। ৪৩ মিনিটে স্যাম সুরিডজ ও ইনজুরি সময়ে জেকব শ্যাফেলবার্গের দুটি গোল মায়ামিকে ব্যাকফুটে ফেলে। প্রথমার্ধ শেষে ন্যাশভিল ২-১ গোলে এগিয়ে থেকে ড্রেসিং রুমে যায়।

বিরতির পর নতুন উদ্যমে মাঠে নামে মায়ামি। ৬৩ মিনিটে পেনাল্টি থেকে মেসির দ্বিতীয় গোল দলকে সমতায় ফেরায়। চার মিনিট পর (৬৭ মিনিটে) তরুণ বাল্টাসার রড্রিগেজের গোলে মায়ামি ৩-২ তে এগিয়ে যায়।

এরপর ম্যাচের ৮১ মিনিটে মেসি তার হ্যাটট্রিক পূর্ণ করে স্কোরলাইন করে ৪-২। শেষ দিকে (৯০+১ মিনিটে) তেলাস্কো সেগোভিয়ার চমৎকার গোল মায়ামির জয়কে আরও বড় করে দেয়-৫-২।

এই জয়ে ইন্টার মায়ামি আত্মবিশ্বাসে উজ্জীবিত হয়ে প্লে-অফে পা রাখল, আর মেসি প্রমাণ করলেন সময় যতই যাক, তার ম্যাজিক এখনও আগের মতোই জীবন্ত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন