বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে নাশকতা ও ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৪৩ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৩:১৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাজধানীতে নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের চেষ্টার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ৪৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, “রাজধানীতে নাশকতা ও ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”

এদিকে জানা গেছে, দলটির ঘোষিত লকডাউন কর্মসূচি রাজধানীর স্বাভাবিক জীবনযাত্রায় তেমন প্রভাব ফেলতে পারেনি। শহরের বেশিরভাগ এলাকায় জনজীবন স্বাভাবিক থাকলেও সড়কে যানবাহনের চলাচল কিছুটা কম ছিল বলে জানিয়েছে পুলিশ সূত্র।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন