রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

খিলগাঁওয়ে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম
ঢাকা মেডিকেল কলেজ-ফাইল ছবি
expand
ঢাকা মেডিকেল কলেজ-ফাইল ছবি

রাজধানীর খিলগাঁও এলাকায় খাল থেকে মোজাফফর আহমেদ চৌধুরী লেনিন (৫১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও ৬ নম্বর শান্তিপুর কালভার্ড রোডের পাশের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, ট্রিপল নাইন-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে খাল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

সেখানে মৃতদেহের পরনের জামা-কাপড় তল্লাশি করে পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে পরিচয় নিশ্চিত করা হয়। মৃত ব্যক্তির নাম মোজাফফর আহমেদ চৌধুরী লেনিন, পিতা সেলিম চৌধুরী। ঠিকানা: ১৯৩/৬, দক্ষিণ মেরাদিয়া।

তিনি আরও জানান, মরদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে সংরক্ষণ করা হয়েছে।

এসআই রফিকুল ইসলাম বলেন, এনআইডিতে থাকা ঠিকানায় গিয়ে কোনো স্বজনের সন্ধান পাওয়া যায়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন