রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিকেলেই নেমে এলো সন্ধ্যা, ভারি বৃষ্টিতে চরম দুর্ভোগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৭:১৩ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

রাজধানী ঢাকায় শনিবার (১ নভেম্বর) বিকেলের আগেই নেমে আসে সন্ধ্যার মতো অন্ধকার।

এদিন দুপুরের পর থেকেই আকাশজুড়ে ঘন মেঘের চাদর, আর বিকেল গড়াতেই শুরু হয় টানা বৃষ্টি। সন্ধ্যা সাড়ে ৪টার দিকেই শহরের রাস্তায় গাড়িগুলোর হেডলাইট জ্বলে ওঠে, যেন দিন শেষ হয়ে এসেছে আগেভাগেই।

এরপর শুরু হয় ভারি বৃষ্টি, যা অবিরাম চলতে থাকার ঘণ্টার পর ঘণ্টা। এতে ডুবে যায় রাজধানীর অধিকাংশ ছোট বড় সড়ক। যার ফলে চরম দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে।

আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ছত্তিশগড় ও আশপাশের অঞ্চলে থাকা সুস্পষ্ট লঘুচাপ উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে এটি পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে।

আবহাওয়াবিদদের মতে, এই লঘুচাপ আরও কিছুটা উত্তর ও উত্তর-পূর্ব দিকে সরতে সরতে ক্রমে দুর্বল হয়ে যেতে পারে। তবে এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে রাজধানীতে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন