বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় শীতের দাপট, তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রিতে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ এএম
কুয়াশা
expand
কুয়াশা

রাজধানী ঢাকায় শীতের অনুভূতি জোরালো হতে শুরু করেছে। ভোর থেকে বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গেছে। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে কুয়াশা অনেকটাই কেটে গেলেও দিনের তাপমাত্রা কিছুটা কম থাকায় ঠান্ডার অনুভূতি বজায় থাকতে পারে।

আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টা আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, উত্তর কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এর ফলে দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার মাত্রা ছিল ৯৩ শতাংশ।

আবহাওয়া অফিসের তথ্যমতে, গতকাল মঙ্গলবার ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে, আর আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৯ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি।

এদিকে, সারা দেশের জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, আজ দেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমারও সম্ভাবনা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X