

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য আরও শক্তিশালী শিল্পায়ন এজেন্ডা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
শনিবার (২২ নভেম্বর) সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইউনিডো) আয়োজিত ১১তম এলডিসি মন্ত্রী পর্যায়ের সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
“এলডিসিতে অন্তর্ভুক্তিমূলক শিল্পায়ন এগিয়ে নেওয়া: বিনিয়োগ, উদ্ভাবন ও অংশীদারত্ব”—শীর্ষক এই সম্মেলনে বিভিন্ন দেশের মন্ত্রী, রাষ্ট্রদূত, স্থায়ী প্রতিনিধি ও বেসরকারি খাতের অংশীদাররা অংশ নেন। আলোচনায় টেকসই শিল্প উন্নয়নের জন্য অর্থায়ন এবং এলডিসি থেকে স্থায়ীভাবে উত্তরণের জন্য নীতিমালা প্রণয়নের বিষয়গুলো গুরুত্ব পায়।
উচ্চপর্যায়ের “এলডিসির শিল্পায়ন এজেন্ডা গঠন: বিনিয়োগ, উদ্ভাবন ও অংশীদারত্ব বিষয়ক মন্ত্রী পর্যায়ের সংলাপ” শীর্ষক আলোচনায় প্যানেলিস্ট হিসেবে বক্তব্য দেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের অগ্রগতি তুলে ধরেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের ঘোষিত 'থ্রি জিরো নীতি'- শূন্য কার্বন নিঃসরণ, শূন্য বেকারত্ব ও শূন্য দারিদ্র্যের বিষয় পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, বাংলাদেশ স্মার্ট ম্যানুফ্যাকচারিং ও গভীর মূল্যসংযোজন চেইন ইন্টিগ্রেশনের দিকে এগোচ্ছে, যা জাতীয় শিল্পনীতি ২০২২–এর অধীনে পরিচালিত হচ্ছে। বিনিয়োগ, উদ্ভাবন ও অংশীদারত্ব এলডিসিতে অন্তর্ভুক্তিমূলক শিল্পায়নের মূল চালিকাশক্তি উল্লেখ করে তিনি ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে (এসএমই) দীর্ঘমেয়াদি টেকসই শিল্প উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে তুলে ধরেন।
এছাড়া, ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি এলডিসি সদস্য রাষ্ট্রগুলোর জন্য মন্ত্রী ঘোষণাপত্র প্রস্তুতিতে অনানুষ্ঠানিক বৈঠকও পরিচালনা করেন। এই ঘোষণাপত্রটি ২৩–২৭ নভেম্বর রিয়াদে অনুষ্ঠেয় ইউনিডোর ২১তম জেনারেল কনফারেন্সে গৃহীত হবে।
বাংলাদেশের ভিয়েনাস্থ ইউনিডোতে নিযুক্ত রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি তৌফিক হাসানও প্রতিনিধিদলের অংশ হিসেবে এ সম্মেলনে অংশ নেন।
মন্তব্য করুন