শনিবার
০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বেগম জিয়ার জন্য কাঁদছে দেশ, হিন্দি গানের তালে নাচছেন বিএনপি নেতা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১০:১৪ পিএম
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রাসেল
expand
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রাসেল

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যখন শোকে স্তব্ধ সারাদেশ, ঠিক সেই মুহূর্তে দলীয় নির্দেশনা অমান্য করে হিন্দি গানের তালে নেচে বিতর্কের জন্ম দিয়েছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রাসেল।

শোকের আবহে এমন উচ্ছাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র সমালোচনা ও ক্ষোভ।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং বিএনপি কেন্দ্রীয়ভাবে ৭ দিনের শোক ঘোষণা করেছে।

এই সময়ে সব ধরনের আনন্দ-উৎসব ও ইংরেজি নববর্ষের অনুষ্ঠান সীমিত রাখার জন্য দলের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু দলের সেই শোকের পরিবেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উৎসবে মেতে ওঠেন কৃষক দল নেতা রাসেল।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ফানসিটি শিশু পার্কে ‘এসএসসি ৯৮ ব্যাচ’-এর এক মিলন মেলার আয়োজন করা হয়। সেখানে বিশেষ অতিথি ছিলেন রাসেল।

অনুষ্ঠানের এক পর্যায়ে উচ্চ শব্দে হিন্দি গান বাজানো হলে রাসেল জনসম্মুখেই কোমর দুলিয়ে নাচতে শুরু করেন। সেই নাচের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

শোকের কর্মসূচির মাঝে একজন দায়িত্বশীল নেতার এমন আচরণে ক্ষুব্ধ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন নেতা জানান, নেত্রীর মৃত্যুতে আমরা যখন শোকাতুর, তখন তার এই নাচ আমাদের হৃদয়ে আঘাত দিয়েছে। এটি সরাসরি দলীয় শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থী। এসব নেতাদের জন্যই দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

দলের সাধারণ কর্মীদের দাবি, শোকের মাসে যারা দলের ভাবমূর্তি নষ্ট করে, তাদের বিরুদ্ধে অতি দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে অভিযুক্ত কৃষক দল নেতা রাসেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বন্ধুদের মিলন মেলায় গিয়েছিলাম। বন্ধুদের চাপে পড়ে একটু নেচেছিলাম।

কিন্তু সেই ভিডিও কেউ ফেসবুকে দিয়ে দেবে এটা বুঝতে পারিনি। তবে শোকের সময়ে এমন কাজ করা ঠিক হয়েছে কি না, সে প্রশ্নের কোনো সদুত্তর তিনি দিতে পারেননি।

এ বিষয়ে উপজেলা বিএনপির উচ্চ পদের নেতাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে কেউ কথা কথা বলতে রাজি হননি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X