শনিবার
০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শিশির মনিরের সম্পদ ও আয়ের উৎস প্রকাশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১০:০২ পিএম
মোহাম্মদ শিশির মনির
expand
মোহাম্মদ শিশির মনির

সুনামগঞ্জ-২ আসন (দিরাই-শাল্লা) থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের বার্ষিক আয় প্রায় ৫১ লাখ টাকা।

তার স্ত্রীর আয় এর প্রায় দ্বিগুণ এবং অস্থাবর সম্পদ তিন গুণেরও বেশি। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া প্রার্থীদের হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।

মোহাম্মদ শিশির মনির ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি। তার বাড়ি শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামে। বয়স ৪৪ বছর। এবারই প্রথম তিনি সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।

হলফনামা অনুযায়ী, শিশির মনির পেশায় আইনজীবী। আইন পেশা থেকে তার বার্ষিক আয় ৫১ লাখ ৬৩ হাজার ৪০৭ টাকা। ব্যাংক লভ্যাংশসহ অন্যান্য উৎস থেকে আয় ৯৬ হাজার ৫৯৩ টাকা।

তার স্ত্রী সুমাইয়া সাদিয়া রায়হান বেসরকারি চাকরিজীবী। তার মোট বার্ষিক আয় ৮৯ লাখ ২৭ হাজার ৫১৫ টাকা। এর মধ্যে পেশাগত আয় ৬৪ লাখ ৬২ হাজার ৪৩২ টাকা, শেয়ার ও ব্যাংক আমানত থেকে ৩ লাখ ৭৭ হাজার ৮৩৮ টাকা এবং অন্যান্য উৎস থেকে ২০ লাখ ৮৭ হাজার ২৪৫ টাকা।

মোহাম্মদ শিশির মনিরের অস্থাবর সম্পদের পরিমাণ ৫১ লাখ ৪ হাজার ৩০৪ টাকা। এর মধ্যে রয়েছে- নগদ অর্থ: ৯ লাখ ৫২ হাজার ৪ টাকা, ব্যাংক জমা: ২ হাজার ৩০০ টাকা, যানবাহন: ৩৭ লাখ ৫০ হাজার টাকা, ইলেকট্রনিক সামগ্রী: ৪ লাখ টাকা, উপহার হিসেবে পাওয়া ২৫ ভরি সোনা। এ ছাড়া তার নামে ১ কোটি ৮১ লাখ ৮৭ হাজার ৪২০ টাকা মূল্যের অকৃষি জমি রয়েছে।

স্ত্রী সুমাইয়া সাদিয়া রায়হানের অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৯৫ লাখ ৬০ হাজার ৮৪৩ টাকা। তার নামে নগদ অর্থ, ব্যাংক আমানত, সঞ্চয়পত্র, যানবাহন, ইলেকট্রনিক সামগ্রী ও ২৫ ভরি সোনা রয়েছে। তবে তার কোনো স্থাবর সম্পদ নেই।

হলফনামা অনুযায়ী, মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুটি মামলা রয়েছে। এর একটি ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা, যা হাইকোর্টের আদেশে স্থগিত আছে। অন্য মামলাটি তদন্তাধীন। নাছির চৌধুরী ও তাহির রায়হান চৌধুরীর বিরুদ্ধে কোনো মামলা নেই।

নির্বাচনী ব্যয়ের হিসাবে শিশির মনির ৩০ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ের কথা জানিয়েছেন। এর মধ্যে ২০ লাখ টাকা তার নিজস্ব আয় থেকে এবং ১০ লাখ ৬০ হাজার টাকা জামায়াতে ইসলামীর কর্মী ও শুভানুধ্যায়ীদের অনুদান।

নাছির চৌধুরী নির্বাচনে ব্যয় করবেন ৩৪ লাখ টাকা, যার মধ্যে ২৩ লাখ টাকা নিজের এবং বাকি অর্থ বিদেশে অবস্থানরত ভাইদের কাছ থেকে পাবেন।

তাহির রায়হান চৌধুরী নির্বাচনে ব্যয় করবেন ২৫ লাখ টাকা, যার একটি অংশ তাঁর নিজের এবং বাকি অর্থ যুক্তরাজ্যপ্রবাসী ভাইদের দেওয়া।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X