বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে টুকুর পক্ষ থেকে শিক্ষকদের ছাতা বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০২:১৬ পিএম
শিক্ষকদের মাঝে ছাতা বিতরণ করলেন সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে নেতৃবৃন্দ
expand
শিক্ষকদের মাঝে ছাতা বিতরণ করলেন সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে নেতৃবৃন্দ

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইলের বিবেকানন্দ স্কুল এন্ড কলেজের শিক্ষকদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ ছাতা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌর সভার সাবেক প্যানেল মেয়র মমিনুল হক খান নিক্সন,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক,কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য আব্দুল্লাহেল কাফি শাহেদ, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক তানভীর হোসেন সজল, সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি আমিনুল ইসলাম সুমন এবং শহর বিএনপির সদস্য শহিন।

নেতৃবৃন্দ বলেন, শিক্ষক সমাজই জাতির ভবিষ্যৎ নির্মাতা। তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে ও কর্মক্ষেত্রে সহায়তার উদ্দেশ্যে এই ক্ষুদ্র উপহার দেওয়া হয়েছে।

তারা আরও জানান, সুলতান সালাউদ্দিন টুকু সবসময় শিক্ষা ও মানবসেবামূলক কর্মকাণ্ডে উৎসাহ দিয়ে থাকেন, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন