বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে কুমিল্লায় যান চলাচল স্বাভাবিক

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০২:১২ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে সতর্ক অবস্থানে পুলিশ
expand
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে সতর্ক অবস্থানে পুলিশ

সারাদেশে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি চললেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে সকাল থেকে যান চলাচল ছিল স্বাভাবিক।

এতে যাত্রী ও যানবাহনের চাপও ছিল অন্য দিনের মতোই।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড, ময়নামতি ক্যান্টনমেন্ট, নিমসার বাজার ও চান্দিনা বাসস্টেশন ঘুরে দেখা যায়, মহাসড়কে বাস, ট্রাক, প্রাইভেটকার, অটোরিকশা স্বাভাবিকভাবে চলাচল করছে। কোথাও কোনো অবরোধ বা প্রতিবন্ধকতার খবর পাওয়া যায়নি।

লকডাউন ঘিরে সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান লক্ষ্য করা গেছে। প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ সদস্যদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

স্থানীয়রা জানান, যান চলাচল স্বাভাবিক থাকায় সাধারণ মানুষ নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছেন। গতকাল রাত থেকে এখন পর্যন্ত কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

পুলিশ সূত্রে জানা গেছে, যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা এড়াতে কুমিল্লা জেলায় মোতায়েন করা হয়েছে ২ হাজার ৩০০ পুলিশ সদস্য। পাশাপাশি শহরের প্রবেশমুখ, মহাসড়ক, রেলস্টেশন ও গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে ২০টিরও বেশি চেকপোস্ট। এসব চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক ছাড়াও কুমিল্লা–নোয়াখালী, চাঁদপুর ও সিলেট আঞ্চলিক মহাসড়কগুলোতেও কঠোর নজরদারি জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব, গোয়েন্দা সংস্থা ও সাদা পোশাকের বিশেষ টিম মাঠে কাজ করছে। বুধবার মধ্যরাত থেকে শুরু হয়েছে পুলিশের টানা টহল কার্যক্রম।

সকাল সাড়ে ১১টার দিকে পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় কথা হয় পথচারী জোবায়ের হোসেনের সঙ্গে। তিনি বলেন, ব্যবসার কাজে ঢাকা যাচ্ছি। ভেবেছিলাম রাস্তায় সমস্যা হবে, কিন্তু সব কিছু একেবারেই স্বাভাবিক।

অটোরিকশাচালক হাসেম বলেন, সকাল থেকেই যাত্রী ভালো পাচ্ছি। শুনছিলাম আওয়ামী লীগ লকডাউন দিয়েছে, কিন্তু রাস্তায় তেমন কিছুই দেখি নাই।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, ‘বুধবার মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত মহাসড়কে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যানবাহনের চাপ কিছুটা কম হলেও পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক।’

কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, লকডাউন কর্মসূচিকে ঘিরে জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। হাইওয়ে, রেলপথ ও শহরে পুলিশ, হাইওয়ে পুলিশ এবং জিআরপি পুলিশ যৌথভাবে কাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ানো হয়েছে টহল কার্যক্রমও।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন