

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইল-৩ (ঘাটাইল) সংসদীয় আসনে সাবেক মন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না দেওয়ায় উপজেলা বিএনপির একাংশ বিক্ষোভ করেছে।
মঙ্গলবার বিকেলে ঘাটাইল উপজেলার কলেজ মোড় চত্বরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ থাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, পৌর যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভকারীরা লুৎফর রহমান খান আজাদের প্রতি সমর্থন জানিয়ে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান।
মন্তব্য করুন