

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল শনিবার টাঙ্গাইল সফরে আসছেন। তাঁর আগমনকে ঘিরে জেলায় চলছে ব্যাপক শেষ মুহূর্তের প্রস্তুতি।
দলীয় সূত্র জানায়, সফর উপলক্ষে টাঙ্গাইলের দরুন চরজানা বাইপাস এলাকায় সহ গুরুত্বপূর্ণ সড়ক, সভাস্থল ও আশপাশের এলাকায় সাজসজ্জা সম্পন্ন করা হয়েছে। নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে উৎসাহ-উদ্দীপনা।
বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা জানিয়েছেন, তারেক রহমানের সফরকে সফল করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
সভাস্থলে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। পাশাপাশি নেতাকর্মী ও সাধারণ মানুষের আগমন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।
নেতারা আরও বলেন, এই সফরের মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং নেতাকর্মীরা নতুন দিকনির্দেশনা পাবেন বলে তারা আশা প্রকাশ করেন।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে টাঙ্গাইলে রাজনৈতিক অঙ্গনে বাড়তি উত্তেজনা ও কৌতূহল দেখা দিয়েছে।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন বলেন, সকল ধরনের প্রস্তুতি প্রায় শেষের দিকে। তারেক রহমানের বক্তব্য শোনার জন্য মানুষ অধির অগ্রহে অপেক্ষা করছে।
কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলবাসী চেয়ারম্যানের অপেক্ষায় আছে কখন একটা নজর দেখবে তাকে। প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হবে।
এদিকে দুপুরে সমাবেশস্থল পুলিশ সুপার শামসুল আলম সরকার পরিদর্শনে আসলে সাংবাদিকরা ভিডিও করার সময় বাঁধা প্রদান করেন ও সাংবাদিকরা বক্তব্য চাইলে তিনি দিতে অনিহা প্রকাশ করে চলে যান।
মন্তব্য করুন
