শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বিএনপির হামলার প্রতিবাদে জামায়াতের প্রার্থীর সংবাদ সম্মেলন

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:৩৭ পিএম
জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন
expand
জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে জামায়াত ইসলামীর কর্মী সমর্থকদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আহসান হাবিব ও সমর্থনে ১১ দলীয় জোট।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় জেলার বিভিন্ন আসনে জামায়াতে ইসলামীর নারী ও পুরুষ কর্মীদের উপর হামলার অভিযোগ করেন ১১ দলের প্রার্থী জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবীব মাসুদ।

আহসান হাবিব মাসুদ বলেন, এবারের নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে নির্বাচন। সমাজের সব শ্রেণির মানুষ তাদের পাশে রয়েছে। ভোটাররা আমাদের সমর্থন দিচ্ছেন। হিন্দু ভোটাররাও সমর্থন দিচ্ছেন। আমরা সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি চাই না।

এসময় তিনি নারী কর্মীদের নির্যাতনের অভিযোগ তুলে বলেন, নারীদের ওপর হামলা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কাকুয়া ইউনিয়নে জামায়াতের সম্মেলনে হামলা এবং বিভিন্ন এলাকায় অফিস করতে না দেওয়ার অভিযোগও করেন তিনি।

এছাড়া সংবাদ সম্মেলনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি নির্বাচিত হলে চরাঞ্চলকে শিল্পনগরী গড়ে তোলা এবং টাঙ্গাইল থেকে মাদক নির্মূলের প্রতিশ্রুতি দেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X