

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইলের বাসাইল উপজেলায় এক বৃদ্ধ দম্পতিকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতের কোনো এক সময় উপজেলার হাবলা ঘোষাখালি এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যার পর নিহতদের ঘর থেকে মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহতরা হলেন— মোতাহার সিকদার ওরফে ঠান্ডু মিয়া (৮৫) এবং তার স্ত্রী রেজিয়া বেগম (৬৫)।
নিহতদের স্বজনদের বরাতে জানা যায়, দুই দিন আগে বোরো ধান আবাদে কাজ করার জন্য কয়েকজন দিনমজুর আনা হয়। তারা নিহত দম্পতির বাড়ির পাশের একটি কক্ষে অবস্থান করছিল। মঙ্গলবার রাতে দিনমজুরদের অস্বাভাবিক চলাফেরা দেখে নিহতদের নাতি শাকিল সিকদারের সন্দেহ হয়। পরদিন সকালে ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করলে ঠান্ডু মিয়া ও রেজিয়া বেগমকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। এ সময় ঘরের আলমারি ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় ছিল।
পরে স্থানীয়দের সহায়তায় তাদের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এবিষয়ে সখীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম মামুনুর রশিদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বোরো আবাদে কাজ করতে আসা দিনমজুররাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।”
মন্তব্য করুন
