

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


‘আপনার খবর দেখি আমি, এখন তো মোবাইল হাতের কাছেই। শুধু ভোট না, দোয়া সবই করমু’ এভাবেই টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুকে কাছে পেয়ে এক কৃষক আবেগঘন কণ্ঠে তাঁর বিশ্বাস ও সমর্থন প্রকাশ করছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার (২৫ জানুয়ারি) দিনভর হুগরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগের মধ্য দিয়ে ভোটারদের প্রত্যাশা শোনেন সুলতান সালাউদ্দিন টুকু। পথিমধ্যে মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, দোয়া গ্রহণ ও সরাসরি আলোচনায় নির্বাচনী প্রচারণা প্রাণবন্ত হয়ে উঠে।
এদিন গাড়িবহর নিয়ে হুগড়া যাওয়ার পথে দাইন্না এলাকায় ধানক্ষেতে নামেন সুলতান সালাউদ্দিন টুকু। সেখানে তাঁকে দেখে এক স্থানীয় কৃষক আবেগঘন কণ্ঠে বলেন, আপনার খবর দেখি আমি, এখন তো মোবাইল হাতের কাছেই। শুধু ভোট না, দোয়া সবই করমু।
টুকু যখন নিজের একটি হ্যান্ড লিফলেট এগিয়ে দেন, তখন ওই কৃষক বলেন, 'লাগবো না, আমরা এমনিতেই আছি।' পাশে থাকা আরেক নারী যোগ করেন, 'ভোট দিমু ইনশাল্লাহ।'
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে হুগরা ইউনিয়নের বেগুনটাল, বউবাজার, কাশিনগর, ভাসানী বাজার, সাতানী হোগরা বাজার ও ফকির বাজারসহ একাধিক এলাকায় অনুষ্ঠিত একাধিক উঠান বৈঠক ও পথসভায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি নারী-পুরুষসহ বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পথে পথে মানুষের সঙ্গে কুশল বিনিময়, কারও সঙ্গে কোলাকুলি, আবার কারও মাথায় হাত রেখে দোয়া কামনার দৃশ্য দেখা যায়। তিনি মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন। এসময় টুকুকে কাছে পেয়ে ভোটারটা আস্থা ও উচ্ছ্বাস প্রকাশ করেন। কেউ বুকে জড়িয়ে ধরছেন।
গণসংযোগের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানেও মানুষের সঙ্গে সংযোগে দেখা যায় সুলতান সালাউদ্দিন টুকুকে। দুপুরে হুগরা ইউনিয়নের ধুলবাড়ী রাশেদ হাসান উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গেলে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হলে শিক্ষার্থীরা তাকে কাছে পেয়ে আনন্দ প্রকাশ করে।
এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষা সংক্রান্ত প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। বিদ্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত মতবিনিময়ে শিক্ষাবান্ধব পরিবেশ, নিরাপদ শিক্ষাঙ্গন ও শিক্ষার মানোন্নয়নের বিষয়টি গুরুত্ব পায়।
দিনভর গণসংযোগ শেষে রাতে হুগরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ক্ষমতায় গেলে তিনি এমনভাবে কাজ করবেন যাতে চরাঞ্চলসহ টাঙ্গাইল সদরের একজন যুবকও কর্মহীন না থাকে।
তিনি বলেন, 'আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনেই নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ কে চালাবে।' ভোটারদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, যারা কোরআন সামনে রেখে ভোট চাইছে, তাদের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
এ সময় মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর উদ্ধৃতি দিয়ে টুকু বলেন, ভাসানী বলতেন, নীল নদের পানি যেমন নীল নয়, জামায়াতে ইসলামিও তেমন ইসলাম নয়। আর আমরা বিএনপি বুকে হাত দিয়ে বলতে পারি- বিএনপিই একমাত্র দল, যারা সত্যিকার অর্থে ইসলামের পক্ষে কাজ করেছে।
সভা ও গণসংযোগের বিভিন্ন পর্বে সুলতান সালাউদ্দিন টুকু ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
