শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূঞাপুরে স্কুলছাত্রীকে উত্যক্ত, যুবককে বিনাশ্রম কারাদণ্ড 

ভূঞাপুর-গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৭:০০ পিএম
উত্যক্তকারী যুবক
expand
উত্যক্তকারী যুবক

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের ভারই এলাকায় এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে কবির হোসেন (২৫) নামে এক যুবককে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

জানা যায়, অভিযুক্ত কবির হোসেন এক স্কুলছাত্রীর বোরকা ধরে টান দেওয়াসহ অশালীন ও আপত্তিকর কথাবার্তা বলে তাকে উত্যক্ত করতো। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনের নজরে এলে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় প্রচলিত আইন অনুযায়ী তাকে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান জানান- এক স্কুলছাত্রীর বোরকা ধরে টান-টানি দেওয়াসহ উত্যক্ত করায় এক যুবককে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X