শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইল-২ আসনে নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ জামায়াত প্রার্থীর

ভূঞাপুর-গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম
টাঙ্গাইল-২ আসনে নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ জামায়াত প্রার্থীর
expand
টাঙ্গাইল-২ আসনে নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ জামায়াত প্রার্থীর

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর কর্মী–সমর্থকদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেছেন ওই আসনের জামায়াতের নমিনি মাওলানা হুমায়ুন কবীর।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ভূঞাপুর বাসস্ট্যান্ডে ১০ দলীয় জোটের নির্বাচনী প্রচারণা সমাবেশ শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবীর অভিযোগ করে বলেন- উপজেলার মোমিনপুরে জামায়াতের নারী সমর্থকরা ভোট চাইতে গেলে একটি পক্ষ তাদের বাধা দেয়। সভ্য দেশে এ ধরনের আচরণ কখনোই কাম্য করি না। আমি আশা করি ভবিষ্যতে আর কেউ এ ধরনের বাধা সৃষ্টি করবে না।

তিনি আরও বলেন, এ বিষয়ে প্রশাসনের কাছে আমরা অভিযোগ করেছি। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্র পাহারা সহ নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। সেই সাথে সকল নেতাকর্মী ও জনসাধারণকে নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন নিশ্চিত করতে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অনুরোধ জানান।

এ সময় সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X