মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ৮টি সংসদীয় আসনে ৯ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৬:২৩ পিএম আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৬:২৬ পিএম
জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়
expand
জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়

টাঙ্গাইলে ৮টি সংসদীয় আসনে জামায়াতসহ ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষে দিনে মঙ্গলবার বিকেল পর্যন্ত জেলা রিটার্নিং অফিসারের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এর মধ্যে টাঙ্গাইলে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ৪৭ জনে।

মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন- টাঙ্গাইল-২ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান, টাঙ্গাইল-৩ আসনে জামায়াতের প্রার্থী হোসনী মোবারক, টাঙ্গাইল- ৫ আসনে খেলাফত মজলিসের প্রার্থী হাসানাত আল আমীন।

টাঙ্গাইল ৬ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী কবীর হোসেন, স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান, শরীফুল ইসলাম। টাঙ্গাইল-৭ আসনে খেলাফত মজলিসের প্রার্থী আবু তাহের ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এটিএম রেজাউল করিম আলরাজী এবং টাঙ্গাইল-৮ আসনে খেলাফত মজলিসের প্রার্থী শহীদুল ইসলাম।

এ ব্যাপারে সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ৫৬ প্রার্থীর মধ্যে ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X