মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

৬ নেতাসহ নিজের আসনে সব দলের প্রার্থিতা প্রত্যাহার চান নুর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৩:১৩ পিএম আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৩:১৭ পিএম
নুরুল হক নুর
expand
নুরুল হক নুর

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ ৬ নেতার আসনে সব দলের প্রার্থিতা প্রত্যাহারে দাবি জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ‘নুর ভাইয়ের অনুমতি ব্যতীত তার সাথে দীর্ঘদিনের সংগ্রাম ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেশ-জাতির প্রয়োজনীয়তা বিবেচনায় একটি বিশেষ অ্যাডমিন পোস্ট’ শীর্ষক শিরোনামে এ দাবি তোলা হয়।

পোস্টে লেখা হয়, গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামীর ঐতিহাসিক জাতীয় সংসদে গণঅভ্যুত্থানের নায়ক ও জাতীয় নেতৃবৃন্দের উপস্থিতি অনস্বীকার্য।

সে বিবেচনায় আজকের সংগ্রামী প্রজন্মের কারিগর ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও নাহিদ ইসলাম এবং জাতীয় ঐক্য ও সংহতি বিবেচনায় বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হকের আসনে অন্য দলের প্রার্থিতা প্রত্যাহার করে তাদের প্রতি সম্মান দেখানো উচিত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X