মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

শাকসু স্থগিত: ১২ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত উপাচার্যসহ প্রশাসন

নাদির আহমেদ, শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৮:২৩ এএম
শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের তালা খুলে তাদের অবস্থান কর্মসূচি
expand
শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের তালা খুলে তাদের অবস্থান কর্মসূচি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

তালাবদ্ধ অবস্থায় প্রায় ১২ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সোমবার রাত সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবন থেকে বের হন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন।

একই সময় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের তালা খুলে তাদের অবস্থান কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেন।

অবরুদ্ধ অবস্থায় শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে উপাচার্য বলেন, তিনজন শিক্ষার্থী হাইকোর্টে রিট দায়ের করলে আদালত তা আমলে নিয়ে শাকসু নির্বাচন আয়োজনে স্থগিতাদেশ দেন।

ওই স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে চেম্বার আদালতে আপিল করা হয়েছে। চেম্বার জজ আপিল গ্রহণ করলেও এখনো শুনানির নির্দিষ্ট দিন-তারিখ নির্ধারণ করা হয়নি। ফলে হাইকোর্টের স্থগিতাদেশ বর্তমানে বহাল রয়েছে।

উপাচার্য আরও বলেন, এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি চেম্বার আদালতে দ্রুত শুনানি নিশ্চিত করতে সরকারের বিভিন্ন পর্যায়ের সঙ্গে আলোচনা চলছে। আদালতের নির্দেশনা পাওয়া মাত্রই শাকসু নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X