

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রাম-৬ (রাউজান) সংসদীয় আসনে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি।
সোমবার (১৯ জানুয়ারি) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
রাউজান আসনে বিএনপি প্রথমে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং পরে গোলাম আকবর খন্দকার- এই দুজনকে মনোনয়ন দিয়েছিল। অবশেষে সোমবার গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দের জন্য রিটার্নিং কর্মকর্তাকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে দলটি।
চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যেহেতু দল থেকে একজনকে চূড়ান্ত করা হয়েছে, তাই আইন অনুযায়ী তাকেই প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এর পরদিন অর্থাৎ বুধবার প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচারণা।
এর আগে গত রবিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।
রাউজানে বিএনপির প্রার্থী নিয়ে দীর্ঘদিন ধরে নেতা-কর্মীদের মধ্যে কৌতূহল ছিল। গত ৪ ডিসেম্বর ও ২৮ ডিসেম্বর পৃথকভাবে দুজনকে মনোনয়ন দেওয়া হলেও শেষ পর্যন্ত দলটির হাইকমান্ড অভিজ্ঞ নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ওপরই আস্থা রাখল।
মন্তব্য করুন

