মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

 ইনকিলাব মঞ্চ থেকে অর্থ সহায়তা পেলেন ব্যারিস্টার ফুয়াদ 

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৮:৪৫ এএম
ওসমান হাদির ইনকিলাব মঞ্চ থেকে অর্থ সহায়তা পেলেন ব্যারিস্টার ফুয়াদ
expand
ওসমান হাদির ইনকিলাব মঞ্চ থেকে অর্থ সহায়তা পেলেন ব্যারিস্টার ফুয়াদ

ঢাকায় সন্ত্রাসী গুলিতে শহীদ ওসমান হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব মঞ্চ ও ইনকিলাব কালচারাল সেন্টারের পক্ষ থেকে আমার বাংলাদেশ (এবি) পার্টি ও দশ দলীয় জোটের বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনী তহবিলে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে রাজধানীতে আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরের নেতৃত্বে এ আর্থিক সহায়তা হস্তান্তর করা হয়।

এ সময় ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ রাত ৯টার দিকে তার ব্যক্তিগত ফেসবুক পেজে এক পোস্টে বলেন, ইনকিলাব পরিবারের ইনকিলাব মঞ্চ ও ইনকিলাব কালচারাল সেন্টারের পক্ষ থেকে শহীদ ওসমান হাদির বিশ্বস্ত সহযোদ্ধারা তার নির্বাচনী তহবিলে অনুদান দিতে এসেছিলেন।

তিনি উল্লেখ করেন, টাকার পরিমাণ যাই হোক না কেন, এর গুরুত্ব হিমালয়ের মতো। (তবে কতটাকা সহায়তা দেওয়া হয়েছে তার পরিমাণ উল্লেখ করা হয়নি)।

তিনি আরও বলেন, আল্লাহ তায়ালা যেন সবাইকে ইনসাফ ও আজাদির সংগ্রাম অব্যাহত রাখার তৌফিক দান করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X