

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সারাদেশের ন্যায় তীব্র শীতে জবুথবু হয়ে পরছে টাঙ্গাইলে ঘাটাইল উপজেলার জনজীবন। শীতের তীব্রতা বাড়ায় সাধারণ মানুষের দৈনন্দিন কাজে ভোগান্তির শেষ নেই । এই হাড়কাঁপানো শীতের মধ্যে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ঘাটাইল উপজেলা প্রশাসন।
পৌষ মাসের তীব্র শীতে জনজীবন যখন বিপর্যস্ত, দরিদ্র মানুষ যখন খড়কুটো জ্বালিয়ে কোনোমতে শীত নিবারণের চেষ্টা করছেন, ঠিক সেই সময় মানবিক সহায়তা নিয়ে হাজির হন ইউএনও।
সম্প্রতি চলমান শৈত্য প্রবাহে ঘাটাইলের বিভিন্ন এলাকায় ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে শীতের উষ্ণ কাপড় বিতরণ করতে দেখা যায়। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত কম্বল নিয়ে গভীর রাতে শীতার্তদের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু সাঈদ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান।
এই কর্মকর্তাদের তীব্র শীতের রাতে নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে গরম পোশাক ও শুকনো খাবার বিতরণ করতে দেখা গেছে।
কখনো এতিমদের পাশে, কখনো আবার দিনমুজুর, ছিন্নমুল থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে অহাসয় মানুষের পাশে দাঁড়াতে দেখা যায়। উপজেলা প্রশাসনের দেওয়া শীতের কম্বল পেয়ে খুশি হয়েছেন পৌর এলাকার তালেব মিয়া। তালেব মিয়ার মতো অনেক ছিন্নমূল মানুষ শীতের কম্বল পেয়ে কিছুটা হলেও শীত নিবারন করতে পেরেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু সাঈদ জানান, "এই কনকনে শীতে চেষ্টা করছি যারা প্রকৃতপক্ষে অসহায় মানুষ তাদের মাঝে কম্বল বিতরণ করার জন্য। পাশাপাশি অনেক হতদরিদ্র মানুষ রয়েছে যারা তীব্র শীত উপেক্ষা করে কাজে যেতে পারছেনা তাদেরকে শুকনো খাবার বিতরণ করেছি। এ চেষ্টা সর্বদাই অব্যাহত থাকবে।"
মন্তব্য করুন
