সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দৃষ্টিপ্রতিবন্ধী মায়ের কোল থেকে ছিনতাই হওয়া শিশু উদ্ধার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৩:০৫ পিএম
আট মাস বয়সী শিশুকে মাত্র সাত ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ
expand
আট মাস বয়সী শিশুকে মাত্র সাত ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ

টাঙ্গাইলের সখীপুরে দৃষ্টিপ্রতিবন্ধী এক মায়ের কোল থেকে ছিনতাই হওয়া আট মাস বয়সী শিশুকে মাত্র সাত ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বপ্না আক্তার (৩০) নামের এক নারীকে আটক করা হয়েছে।

গতকাল শুক্রবার রাত আনুমানিক দুইটার দিকে গাজীপুর জেলার কাশিমপুর উপজেলার এনায়েতপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটির নাম নূর মোহাম্মদ।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সখীপুর পৌরসভার একটি গণশৌচাগারের সামনে দৃষ্টিপ্রতিবন্ধী নারী নূরজাহানের কোল থেকে কৌশলে শিশুটিকে ছিনিয়ে নিয়ে যান এক নারী। ঘটনার পরপরই শিশুটির মা কান্নায় ভেঙে পড়েন এবং আশপাশের বিভিন্ন স্থানে সন্তানের খোঁজ করতে থাকেন।

এ ঘটনার সিসিটিভি ফুটেজ ও শিশুটির মায়ের কান্নার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের নজরে এলে সখীপুর থানা-পুলিশ তৎক্ষণাৎ অভিযান শুরু করে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে সন্দেহভাজন নারীকে শনাক্ত করা হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাদা ওড়না পরা আনুমানিক ৩০ থেকে ৪০ বছর বয়সী এক নারী কৌশলে শিশুটিকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। তদন্তের একপর্যায়ে পুলিশ শিশুটির অবস্থান শনাক্ত করে গাজীপুরের কাশিমপুর উপজেলার এনায়েতপুর এলাকা থেকে তাকে উদ্ধার করে।

শিশুটির মা–বাবা দুজনই দৃষ্টিপ্রতিবন্ধী। তাঁদের বাড়ি সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের পাদোয়াচালা গ্রামে। জীবিকার তাগিদে তাঁরা দীর্ঘদিন ধরে সখীপুর শহরে ভিক্ষা করে জীবন নির্বাহ করে আসছেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তৎপরতা শুরু করে। প্রযুক্তির সহায়তায় মাত্র সাত ঘণ্টার মধ্যে শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় জড়িত আরও কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকৃত শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X