সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল-৩ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৩:০২ পিএম
ছবি: এনপিবি
expand
ছবি: এনপিবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল -৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনে দাখিলকৃত ৯ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং এক প্রার্থীর মনোনয়ন স্থগিত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। বাকি ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন মনোনয়নপত্র বাছাই কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বরিশাল-৩ আসনে মোট ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে চার জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

রিটানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইকবাল হোসেন তাপস, ফখরুল আহসান অঙ্গীকারনামায় দলীয় প্রধানের স্বাক্ষর না থাকায় ,বাসদের প্রার্থী আজমুল হাসান জিহাদের হলফনামায় স্বাক্ষর না থাকায় এবং একই আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার খানের দাখিলকৃত ভোটার তালিকা ও প্রস্তাবক-সমর্থকদের তথ্য সঠিক না থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এছাড়া দ্বৈধ নাগরিক অসঙ্গতির কারণে জাতীয় পার্টির আর এক মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

অন্যদিকে বৈধ ঘোষণা করা প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলনের প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, বিএনপির প্রার্থী এ্যাডভোকেট জয়নুল আবেদীন, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও গনঅধিকার পরিষদের প্রার্থী এস এম ফারদিন ইয়ামিন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খাইরুল আলম সুমন বলেন, ‘বরিশাল-৩ আসনের মনোনয়ন যাচাই করা হয়েছে। এতে তিনটি মনোনয়ন বাতিল ও একটি স্থগিত করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X