শুক্রবার
২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মায়ের লাইফ সাপোর্টে জন্ম, কয়েক ঘণ্টায় নিভে গেল সন্তানের জীবন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:১৯ পিএম
লিপি আক্তার-ফাইল ছবি
expand
লিপি আক্তার-ফাইল ছবি

সখীপুর-গোড়াই সড়কের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে একটি নিষ্পাপ প্রাণ। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথিবীর আলো দেখেই না ফেরার দেশে চলে গেছে এক নবজাতক।

সখীপুর উপজেলার প্রতিমা বংকী পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা লিপি আক্তার (৩০) ছিলেন ৮ মাসের অন্তঃসত্ত্বা।

গত ২৩ ডিসেম্বর দুপুরে, শোলাপ্রতিমা এলাকায় সিএনজি ও অটোভ্যান সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

পরিবারের অসচেতনতা ও দালালের প্রলোভনে পড়ে প্রথমে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বিপুল চিকিৎসা ব্যয় বহন করতে না পেরে শেষ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন।

গতরাতে লাইফ সাপোর্টে থাকা অবস্থাতেই লিপি আক্তার এক নবজাতকের জন্ম দেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাস- জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই মারা যায় সেই শিশুটি। মা এখনো মৃত্যুর সঙ্গে লড়লেও, সন্তানকে আর বাঁচানো সম্ভব হয়নি।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে সেই নবজাতকের মরদেহ বাড়িতে এনে দাফন করা হয়। একদিকে মায়ের জীবন ঝুঁকিতে, অন্যদিকে সদ্য জন্ম নেওয়া শিশুর মৃত্যু- এই দুইয়ে মিলে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোক ও ভারাক্রান্ত নীরবতা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X