

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সুনামগঞ্জ সীমান্তে বিস্ফোরক তৈরির ২৪টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছেন বিজিবি সদস্যরা।
আজ শুক্রবার সকালে জেলার তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তের মাইজগাঁও গ্রাম থেকে এগুলো উদ্ধার করা হয়। সীমান্তে বাংলাদেশের ৩০গজ ভিতরে এগুলো পলিথিনে মোড়ানো গাছের খড়কুটো দিয়ে ডেকে রাখা ছিল ডেটোনেটরগুলো। সকাল আটটার দিকে এগুলো উদ্ধার করা হয়।
বিজিবি বলছে, এসব ইলেকট্রিক ডেটোনেটর দিয়ে শক্তিশালী ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস প্রস্তুত করা হয়।
দুপুরে ১২টার দিকে সুনামগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ একে এম জাকারিয়া কাদির এসব তথ্য জানান। এ নিয়ে ব্যাটালিয়ন কার্যালয় প্রাঙ্গণে প্রেসব্রিফিং করেন তিনি।
কর্নেল জাকারিয়া কাদির ধারণা করছেন, দেশের বিদ্যমান পরিস্থিতিতে নাশকতার জন্য এগুলো আনা হতে পারে। এ জন্য তাঁরা সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছেন। স্থানীয়ভাবে এসবের পেছনে কারা থাকতে পারে, কি কারণে আনা হয়েছিল এ বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
মন্তব্য করুন
