

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লাবীব গ্রুপের চেয়ারম্যান (সিআইপি) সালাউদ্দিন আলমগীর রাসেল বলেছেন, “আপনারা কখনো উপহারের বিনিময়ে ভোট দেবেন না। আপনাকে যে যাই উপহার দিক, তা নিতে পারেন- কিন্তু এর বিনিময়ে কখনোই ভোট দেবেন না।”
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে তিনি সখীপুর উপজেলার দেবরাজ এলাকায় এক পথসভায় এ মন্তব্য করেন।
এ সময় তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার জন্য সবাইকে দোয়া করতে হবে। তিনি বলেন, “আমি গত ২০–২৫ বছর ধরে বাসাইল–সখীপুরবাসীর পাশে আছি।
আমার সাধ্য অনুযায়ী অসহায় মানুষের জন্য শীতবস্ত্র, হুইলচেয়ার বিতরণ, ঈদ উপহার প্রদান, চিকিৎসা সহায়তা এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে আসছি। বর্তমানে সখীপুর ও বাসাইল উপজেলাজুড়ে শীতবস্ত্র বিতরণ চলছে।”
তিনি আরও বলেন, “আমরা আপনাদের প্রতি সম্মান হিসেবে উপহার দিই। এর বিনিময়ে কখনো ভোট দেবেন না। ভোট আপনার—যাকে ভালো লাগে তাকেই দেবেন।”
জনগণের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের ভোটে শুধু জনপ্রতিনিধি নয়, নির্ধারিত হবে বাসাইল–সখীপুরের ভবিষ্যৎ। তাই আগামী নির্বাচনে সৎ ও যোগ্য জনপ্রতিনিধিকে ভোট দেওয়ার আহ্বান জানাই।”
উল্লেখ্য, শনিবার বিকেলে উপজেলার ইন্দারজানি, দারিপাকা দেবরাজ, কচুয়া বাজারসহ বেশ কয়েকটি স্থানে পথসভায় অংশ নেন তিনি।
পথসভায় বিএনপির স্থানীয় নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
এ সময় সালাউদ্দিন আলমগীর রাসেল স্থানীয় জনগণের খোঁজখবর নেন এবং তাঁদের সমস্যা ও প্রত্যাশা সম্পর্কে অবহিত হন।
মন্তব্য করুন
