

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, “আমরা আশা করি, তিনি সুস্থ–সবল অবস্থায় বাংলাদেশে পৌঁছাবেন। আল্লাহর কাছে সেই দোয়া করি।”
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার পীর কাশিমপুর রাইছাতুন নেছা উচ্চবিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কায়কোবাদ।
বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, খালেদা জিয়ার স্বামীকে হত্যা করা হয়েছে এবং তাঁর সন্তানকে “হত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে”। কায়কোবাদ বলেন, “ওনাকে মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছিল। তিনি কোনো আপস করেননি। আল্লাহ তাঁকে মুক্ত করেছেন, নিশ্চয়ই এর কোনো কারণ আছে।” তিনি আরও জানান, খালেদা জিয়ার সুস্থতার জন্য পুরো মুরাদনগরে পাঁচ শতাধিক খতমে কোরআন পড়া হয়েছে।
জামায়াতের প্রার্থীকে উদ্দেশ করে কায়কোবাদ বলেন, কোরআনের শাসন কায়েমের কথা বলার আগে তা নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে হয়। তিনি অভিযোগ করেন, পাঁচ বছর ভাইস চেয়ারম্যান ছিলেন, কিন্তু মুরাদনগরবাসীর জন্য কিছুই করেননি। একটি টিউবওয়েলও দেননি, স্কুল–মাদ্রাসাও করেননি। এসব বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবেন বলে মন্তব্য করেন তিনি।
নিজের বিষয়ে কায়কোবাদ বলেন, তাঁকে দেওয়া যাবজ্জীবন সাজা থেকে কোনো সই বা আদালতে হাজিরা ছাড়াই আল্লাহ তাঁকে মুক্ত করেছেন।
মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আখতারুজ্জামান এবং সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী।
মন্তব্য করুন
