বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম
বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
expand
বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

টাঙ্গাইলের সখীপুরে বাবাকে নৃশংসভাবে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৩০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল জ্যেষ্ঠ ও জেলা দায়রা জজ আদালত-এর বিচারক হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শফিকুল ইসলাম রিপন জানান, দণ্ডপ্রাপ্ত যুবকের নাম ওয়াহেদ আলী ওরফে ওয়াহেদুজ্জামান। তিনি সখীপুর উপজেলার দারিপাকা পশ্চিম পাড়ার বাসিন্দা আব্দুস সামাদ-এর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি দুপুরে নেশার টাকার জন্য ওয়াহেদ তার মাকে মারধর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাবা আব্দুস সামাদ ওই দিনই স্ত্রীকে এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেন। পরে রাতে বাড়িতে বাবাকে একা পেয়ে লাঠি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেন ওয়াহেদ।

পরদিন নিহতের ভাই আব্দুস রশীদ মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে সখীপুর থানার উপপরিদর্শক সুকান্ত রায় ২০২৪ সালের ৩০ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। চলতি বছরের ১ জানুয়ারি আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে। মামলায় মোট ১২ জন সাক্ষ্য প্রদান করেন।

রায়ে আদালত আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন মো. রাসেল রানা এবং আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন গোলাম মোস্তফা মিঞা।

রায়ের প্রতিক্রিয়ায় এলাকাবাসী জানিয়েছেন, এই রায়ের মাধ্যমে হত্যার বিচারে আইনের শাসন আরও সুদৃঢ় হলো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X