

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সুনামগঞ্জের পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাওয়ার পথে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটে শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন ইনাতনগর গ্রামের রাস্তার প্রবেশমুখে, শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের সামনে।
নিহতরা হলেন ঢাকার বাসিন্দা মনজুরা আক্তার (৩৭) এবং তার মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। মনজুরার স্বামী আব্দুল্লাহ আল মামুন চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের লিমিটেডের ১১ উচ্চপদস্থ কর্মকর্তা টাঙ্গুয়ার হাওরে ঘোরার উদ্দেশ্যে সেঁজুতি ট্রাভেলসের বাসে রওনা দেন। বাসটি দুর্ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মা-মেয়ে নিহত হন।
দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে। একই সময়ে ঘটনাস্থলে উপস্থিত হন শান্তিগঞ্জ থানা পুলিশ ও জয়কলস হাইওয়ে থানার পুলিশ টিম।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী ঘটনাস্থল থেকে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখেছি বাস খাদে পড়া অবস্থায়। ফায়ার সার্ভিস টিম বাসের নিচে চাপা পড়ে থাকা নিহতদের উদ্ধার করেছে।
পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার এই দুর্ঘটনায় এলাকার মানুষসহ কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করেছেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    