

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে। জানা গেছে, নিতপুর সীমান্তের ২৩১ নম্বর পিলারের কাছাকাছি ভারতের নীলমারীচর এলাকায় টহলরত বিএসএফের ক্যাদারীপাড়া ক্যাম্পের সদস্যরা ওই ব্যক্তিকে আটক করে।
আটক ব্যক্তির নাম আইয়ুব আলী নবী (৩৫)। তিনি নওগাঁর পোরশা উপজেলার নিতপুর গোপালগঞ্জ গ্রামের বাসিন্দা এবং আব্দুল মান্নান (মানু মিয়া)-এর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি গরু আনতে ভারতের ভেতরে প্রবেশ করেছিলেন।
পরবর্তীতে বিএসএফ আইয়ুব আলী নবীকে ভারতের হরিপুর থানায় হস্তান্তর করেছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের নায়েব সুবেদার মাহফুজুর রহমান। তিনি জানান, বিষয়টি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করা হবে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    