রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সব দল দেখা শেষ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ : রফিকুল ইসলাম খাঁন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৯:১৬ পিএম
মাওলানা রফিকুল ইসলাম খাঁন
expand
মাওলানা রফিকুল ইসলাম খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও উল্লাপাড়া আসনের মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেছেন, সব দল দেখা শেষ এখন দেশের মানুষ জামায়াতে ইসলামীর বাংলাদেশ চায়।

তিনি বলেন, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়ে তোলা হবে। সম্পত্তি সুষম বণ্টনের মাধ্যমে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রে পরিণত করা হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা হলে নারীর নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে এবং অন্যান্য ধর্মের অনুসারীরাও নিজস্ব ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারবে।

মাওলানা রফিকুল ইসলাম খাঁন দাবি করেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আরেকটি দল নিজেদের আধিপত্য ফলানোর চেষ্টা করলেও সেই প্রভাব এখন কমে গেছে।

তিনি বলেন, কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবির নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। দেশের তরুণেরা পরিবর্তনের পক্ষে স্পষ্ট মনোভাব দেখিয়েছে।

শনিবার (২২ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টায় উল্লাপাড়া পৌরসভার ১০ নম্বর সাংগঠনিক ওয়ার্ড (রামকান্তপুর) শাখার উদ্যোগে রামকান্তপুর বাজারে অনুষ্ঠিত নির্বাচনী সাধারণ সভায় তিনি এ বক্তব্য দেন।

সভায় সভাপতিত্ব করেন পৌর জামায়াতের ১০ নং ওয়ার্ড সভাপতি মো. গোলাম সালেক। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান জনগণের অধিকার, ন্যায়বিচার এবং রাজনৈতিক সহনশীলতা প্রতিষ্ঠায় জামায়াতের প্রতিশ্রুতি তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাহজাহান আলী, ড. মাওলানা নজরুল ইসলাম, মো. আব্দুস সামাদ মিয়া, মো. আব্দুল বারী, মো. আব্দুল খালেক, মো. আব্দুল করিম, মো. আব্দুল কাদের, মো. মিজানুর রহমান, আর এ সৌরভ, মো. ছানোয়ার হোসেন, মো. শাহাদত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশে শান্তি, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার জন্য জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য। দায়িত্বশীল নেতৃত্ব ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থাই দেশের ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন