মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত নেতার বিরুদ্ধে ‘কুরুচিপূর্ণ বক্তব্য’ জাবির রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম
জাবি শিক্ষিকা ও জামায়াত নেতা
expand
জাবি শিক্ষিকা ও জামায়াত নেতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের রেজিস্ট্রার ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ও দুই আসনের মনোনীত এমপি প্রার্থী মো. জাহিদুল ইসলাম।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক শাহরিয়ার শহীদ বাপ্পির আদালতে তিনি এ মামলা দায়ের করেন।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, গত ২৫ অক্টোবর রাতে বেসরকারি টেলিভিশন গাজী টিভির এক টকশো অনুষ্ঠানে সঞ্চালক কাজী জেসিনের পরিচালনায় ড. নাহরিন ইসলাম খান একটি কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছেন, তাদের স্ত্রীদের প্রতি জামায়াতের হক আছে।’

অনুষ্ঠানে উপস্থিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মির্জা গালিব তার কাছে এই বক্তব্যের ব্যাখ্যা চান। মামলার নথিতে আরও বলা হয়েছে, আগামী নির্বাচনে আওয়ামী লীগ জামায়াতকে ভোট দেবে—এই দাবি তুলে একটি পক্ষ পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া।

এ বিষয়ে মামলার বাদী মো. জাহিদুল ইসলাম বলেন, “আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা ও মানহানিকর প্রচারণা চালানো হয়েছে। ন্যায়বিচার পাওয়ার আশায় আদালতের দ্বারস্থ হয়েছি।”

বাদীর আইনজীবী অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, “মানহানির মামলাটি আদালত গ্রহণ করেছেন। এ বিষয়ে পরবর্তী আদেশ পরে দেওয়া হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন