শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় ঈশ্বরদী–ঢাকা রেলওয়ে ব্রিজে লোহার নাট-বল্টুর পরিবর্তে বাঁশ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৩:৪১ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

ঈশ্বরদী–ঢাকা রেলপথে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে দহকুলা রেলসেতুর ওপর স্লিপার ও রেল সংযোগস্থলে লোহার নাট-বল্টুর পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয়েছে। সেতুটির ওপর অন্তত ২৮টি স্থানে এমন বাঁশের বল্টু দেখা গেছে। এতে রেলসেতুর উপরের অংশ মারাত্মক ঝুঁকিতে পড়েছে।

এই সেতুর ওপর দিয়ে রাজধানী ঢাকার সঙ্গে পশ্চিম ও দক্ষিণাঞ্চলের অন্তত ২৮টি আন্তনগর ও মেইল ট্রেন প্রতিদিন চলাচল করে। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন—যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

রেলপথের পাশে কৈবর্তগাঁতী, লাহিড়ী মোহনপুর ও দহকুলা গ্রামের বাসিন্দারা জানান, স্থানীয় কিছু মাদকাসক্ত যুবক মদ-গাঁজা কেনার জন্য রাতে অন্ধকারে রেলসেতু ও তার আশপাশের রেলপথ থেকে নাট-বল্টু ও ফিশপ্লেট চুরি করে বিক্রি করে দেয়। তাদের ধারণা, এ যুবকরাই দহকুলা রেলব্রিজের উপরের রেল ও স্লিপারের সংযোগস্থলের নাট-বল্টু চুরি করেছে।

এলাকাবাসীর অভিযোগ, রেলপথ মেরামতকারী কর্মীরা সাময়িকভাবে চুরি যাওয়া নাট-বল্টুর স্থলে বাঁশ ব্যবহার করে ট্রেন চলাচল অব্যাহত রেখেছেন। এতে চরম ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী চলাচল করছেন। তারা অবিলম্বে চুরি যাওয়া নাট-বল্টু নতুন করে সংযোজনের জন্য রেল কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

কৈবর্তগাঁতী গ্রামের আবু হুরাইরা জানান, তিনি বুধবার (২৯ অক্টোবর ২০২৫) রেলসেতুর ওপর দিয়ে হাঁটার সময় অন্তত ২৮টি স্থানে রেল ও স্লিপারের সংযোগস্থলে লোহার নাট-বল্টুর পরিবর্তে বাঁশের তৈরি বল্টু দেখতে পান। পরে তিনি তা মোবাইলে ভিডিও ধারণ করেন। প্রায় ১০০ ফুট দীর্ঘ এই সেতুটি এখন ট্রেন চলাচলের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে জানান হুরাইরা।

এ বিষয়ে পশ্চিম রেলওয়ের পাকশি বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় রেল ব্যবস্থাপক (ডিআরএম) লিয়াকত শরীফ খান জানান, “বিষয়টি আমি জানতাম না। দ্রুত ঘটনাস্থলে লোক পাঠিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন