শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সাকিবের মতো ‘চোর-চোট্টা’ ক্রিকেটার ১০০ বছরেও আর আসবে না : প্রেসসচিব

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৮:৫৯ পিএম আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৯:২৬ পিএম
সাকিব আল হাসান
expand
সাকিব আল হাসান

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলমের এক মন্তব্যকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছে জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘কথা সত্য। আগামী ১০০ বছরেও এই রকম খুনি-পূজারি, চোর-চোট্টা ও স্টক মার্কেট ডাকাত ক্রিকেটার আসবে না।’

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়।

সেই সময় থেকেই আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য সাকিব আল হাসান দেশের বাইরে অবস্থান করছেন। তাঁর নামে একাধিক মামলা চলমান রয়েছে।

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে জয়ী হন গায়ক আসিফ আকবর।

নির্বাচনের পর গণমাধ্যমে তিনি বলেন, “একজন খেলোয়াড় হিসেবে সাকিব বাংলাদেশের একটি ব্র্যান্ড। আগামী শত বছরেও তাঁর মতো প্রতিভা পাওয়া কঠিন হবে।”

এই মন্তব্যের পরই প্রেসসচিব শফিকুল আলম তাঁর ফেসবুক পোস্টে আসিফের বক্তব্যের প্রতিক্রিয়ায় ওই তির্যক মন্তব্যটি করেন, যা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন