রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সাকি, মান্না, নুর ও পার্থকে সতর্ক করলেন পিনাকী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৫:৪৩ পিএম
পিনাকী ভট্টাচার্য
expand
পিনাকী ভট্টাচার্য

জাতীয় নির্বাচনে বড় দলের ওপর নির্ভর করে মাঠে নামা প্রার্থীদের সতর্ক করেছেন অনলাইন কর্মী ও বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য। তার মতে, বড় দলের ‘দয়া’ বা সহায়তা নিয়ে রাজনীতিতে নামলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাই বেশি।

শনিবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টটির সঙ্গে ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) দুই সমাবেশকে ঘিরে সংঘর্ষের একটি ছবিও যুক্ত করেন তিনি।

পিনাকী ভট্টাচার্য লিখেছেন, এবার ছোট দলগুলো বড় দলের প্রতীকে নির্বাচন করার সুযোগ পাচ্ছে না।

বিএনপির সমর্থনে যারা মাঠে নেমেছেন, যেমন জোনায়েদ সাকি, মাহমুদুর রহমান মান্না ও নুরুল হক নূর—তারা ইতিমধ্যে নিজেদের এলাকায় রাজনৈতিক প্রতিক্রিয়া দেখতে শুরু করেছেন। তার দাবি, ভোলায় আন্দালিব রহমান পার্থের কর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষও সেই ধারাবাহিকতার অংশ।

ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, অতীতে বাকশালের আমলেও অনেকে বড় দলের ছায়ায় নির্বাচনে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারেননি। এবারও বিএনপির সঙ্গে নির্বাচনে যেতে আগ্রহী শরিক দলগুলোর জন্য একই রকম পরিস্থিতি তৈরি হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

তাঁর ভাষায়, তফসিল ঘোষণার পর বিএনপির মনোনীত প্রার্থী ও স্থানীয় নেতাদের আচরণে স্বতন্ত্র প্রার্থীরা বিপাকে পড়বেন। তাই তিনি ছোট ও বড়—সব দলের প্রার্থীদের উদ্দেশে পরামর্শ দেন, “জনগণের পক্ষে অবস্থান নিন, নিজের শক্তিতেই জয় সম্ভব।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন