শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পথশিশু আব্দুল খালেক ফিরল আপন নীড়ে

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৩:৩৮ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

চুয়াডাঙ্গার পুলিশ সুপার ও গণমাধ্যমের আন্তরিক প্রচেষ্টায় অবশেষে পরিচয় শনাক্ত হয়েছে পথশিশু আব্দুল খালেকের। সে এখন মায়ের কোলে ফিরেছে।

বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

কয়েক দিন আগে চুয়াডাঙ্গার দর্শনায় ট্রেন থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় পথশিশুটিকে উদ্ধার করা হয়েছিল। পরে তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে তার নাম অনিক জানা গেলেও পরবর্তীতে নিশ্চিত হওয়া যায় তার আসল নাম আব্দুল খালেক। তার বাড়ি খুলনা বিশ্ববিদ্যালয় এলাকার পেছনে।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বিপিএম (সেবা)-এর নির্দেশনায় শুরু হয় শিশুটির পরিচয় শনাক্তকরণের কাজ। বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হলে আব্দুল খালেকের মা জেসমিন বেগম টুনি ও তার চাচি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ছুটে আসেন। পরিবারের সদস্যরা তাকে জীবিত অবস্থায় পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা শিশুটির পরিবারের হাতে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ ১৫ হাজার টাকা তুলে দেন। এছাড়াও সমাজসেবা কর্মকর্তা যাতায়াত বাবদ নগদ ৫ হাজার টাকা প্রদান করেন।

বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কর্তৃপক্ষ, জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) সদস্য এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে শিশুটিকে তার পরিবারের হাতে হস্তান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরিবারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন