

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহারিয়ার মোরসালিন মেহেদীকে হেনস্তার ঘটনায় দায়ের করা মামলার ২নং আসামী ফজলু (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত ফজলু নকলা উপজেলার ধুকুরিয়া গ্রামের সিরাজুল হকের ছেলে।
নকলা থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ঢাকার আদাবর এলাকায় অভিযান চালায় নকলা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় আদাবর এলাকা থেকে মামলার ২নং আসামী ফজলুকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে, এ ঘটনায় এখনো পলাতক রয়েছেন মূলহোতা কাইয়ুম।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর কৃষি প্রণোদনার তালিকায় পছন্দের লোকদের নাম না থাকায় নকলা উপজেলা কৃষি কর্মকর্তার ওপর হামলা করে হাসান কাইয়ুম ও ফজলু। এ ঘটনায় বহিস্কৃত উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুম (৩৫) ও তার সহযোগী ফজলু (৩২)কে আসামী করে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী।
মন্তব্য করুন