রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে দিনব্যাপী অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৭:৫৮ পিএম আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৮:০৯ পিএম
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
expand
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

শেরপুরে রাস্তার পাশে ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে শেরপুর পৌরসভা এবং সড়ক ও জনপদ অধিদপ্তর।

জেলা প্রশাসনের নির্দেশনায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিনব্যাপী পৌর শহরের বিভিন্ন এলাকায় এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার রিজওয়ানুল হক।

অভিযানে জেলা সদর হাসপাতালের সামনে অস্থায়ী দোকান, শেরপুর পুলিশ লাইনের সামনে দেয়াল, জেলা কারাগারে অবৈধ স্থাপনা, খোয়ারপাড় শাপলা চত্বরের আশেপাশের ফুটপাত দখল করে গড়ে উঠা প্রায় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রকৌশলী খোরশেদ আলম, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. শরীফ উদ্দীন, সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।

শেরপুর পৌরসভার প্রকৌশলী খোরশেদ আলম বলেন, ফুটপাতগুলো অবৈধভাবে দখলের কারণে প্রতিনিয়ত রাস্তায় যানজট তৈরি হচ্ছিল। এ বিষয়ে আলোচনার মাধ্যমে প্রথমে তাদের সর্তক করা হয়। পরে আজ অভিযান পরিচালনা করে উচ্ছেদ করা হয়েছে। তবে, সর্তকের সময় অনেকেই নিজ থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিয়েছিল।

অভিযানে নেতৃত্ব দেয়া সহকারি কমিশনার রিজওয়ানুল হক বলেন, রাস্তার দুই ধারে ফুটপাত দখল করে স্থাপনা গড়ে উঠার ফলে পথচারীদের যাতায়াতে ব্যাপক সমস্যা হচ্ছিল। একইসাথে শহরে তৈরি হতো যানজট। তাই শহরের চলাচলে গতি ফেরাতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরণের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X