

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শেরপুরের ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন উভয় মোটরসাইকেলের আরো তিন আরোহী।
রবিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার রাংটিয়া এলাকার ঝিনাইগাতী-গজনী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এক মোটরসাইকেলের চালক আবু বক্কর (৫০) রাংটিয়া এলাকার মৃত আবু তাহেরের ছেলে। আর আহতরা হলেন- মোটরসাইকেল আরোহী কবিতা খাতুন (১৫), সিনহা খাতুন (১০) ও সিফাত (২০)। এদিকে, দুর্ঘটনার পর আরেক মোটরসাইকেলের চালক সিজান (২১) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দুই দিক থেকে আসা মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় চালকসহ চারজন। পরে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক আবু বক্করকে মৃত ঘোষণা করেন। আর আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে মোটরসাইকেলের আরোহী কবিতা, সিনহা খাতুন ও সিফাতকে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন
