

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বৃহস্পতিবার রাত থেকেই রাজধানীর শাহবাগে অবস্থান নেয় ছাত্র-জনতা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে শাহবাগ মোড়েও একই চিত্র লক্ষ্য করা গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, শুক্রবার সকালেও শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র-জনতা।
সেইসঙ্গে শাহবাগ মোড়ে মাইকে আজান দিয়ে ফজরের নামাজ আদায় করতেও দেখা গেছে। এ সময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘লীগ ধর, জেলে ভর’ ইত্যাদি স্লোগান দেয় বিক্ষোভকারীরা।
এর আগে, বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নেয় জুলাই মঞ্চের কর্মী-সমর্থকরা। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সেখানে অবস্থান নিয়েছেন তারা।
এ সময় হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতারা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন তারা।
মন্তব্য করুন

