

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে দল মনোনীত ধানের শীষের প্রার্থীর বিরোধিতা করে ‘গরিবের ডাক্তার’ খ্যাত অধ্যাপক ডা. মো. শহিদুল আলমের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে উপজেলা যুবদলের পাঁচ নেতার কাছে ব্যাখ্যা চেয়েছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
বুধবার (১৯ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এই ব্যাখ্যা চাইা হয়।
ব্যাখ্যানোটিশ পাওয়া নেতারা হলেন, কালিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল, সদস্য সচিব শেখ এম. আজিজ, যুগ্ম আহ্বায়ক কাজী রাব্বী হোসেন; আশাশুনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম ও ফিরোজ আহমেদ জজ।
নোটিশে বলা হয়, দলের শৃঙ্খলা ভঙ্গের কর্মকাণ্ডে আপনাদের বিরুদ্ধে কেন সাংগঠণিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সম্মুখে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হলো।
প্রসঙ্গত, গেল ৩ নভেম্বর সাতক্ষীরা-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক এমপি কাজী আলাউদ্দিনের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষণার পর থেকেই 'গরিবের ডাক্তার' খ্যাত অধ্যাপক ডা. মো. শহিদুল আলমের মনোনয়নের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মন্তব্য করুন