বৃহস্পতিবার
২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ধানের শীষ না পেলে হাঁস মার্কায় নির্বাচন করবেন রুমিন ফারহানা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৮:২৪ এএম
ব্যারিস্টার রুমিন ফারহানা
expand
ব্যারিস্টার রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, মনোনয়ন না পেলেও তিনি মাঠ ছাড়বেন না। জনগণ চাইলে তাকে নির্বাচন করতেই হবে বলেও জানান তিনি।

সম্প্রতি দেশের এক বেসরকারি গণমাধ্যমে টকশোতে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি মনোনয়ন পাই নাই তাই বলে মাঠ ছাড়লে তো হবে না। মানুষ যদি চায়, নির্বাচন তো আমাকে করতেই হবে।

এখন সেটা হাঁস মার্কায় করি আর শীষ মার্কায় করি সেটা বড় বিষয় নয়। মানুষ কী বলছে, সেটা আমাকে প্রতি সেকেন্ডে শুনতে হয়।

প্রসঙ্গত, ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ আসন (বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-২) থেকে রুমিন ফাহানার বাবা ভাষাসংগ্রামী অলি আহাদ নির্বাচন করেছিলেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের তাহের উদ্দিন ঠাকুর। ‘বিতর্কিত।’

ওই নির্বাচনে তাহের উদ্দিন ঠাকুরকে ঢাকা থেকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল বলে অভিযোগ আছে। সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে মোট ভোটার ৪ লাখ ৯২ হাজার ৮৩৭।

রুমিন ফারহানা

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন